
আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নভঙ্গ, ঠাঁইনাড়া, জীবনসংগ্রাম, পরিবার - আত্মস্মৃতির এক বিনি সুতোর মালা শীর্ষেন্দুর স্বাদু কলমে। আসলে এই বইটি হ'ল এক আশ্চর্য ভ্রমণ। জীবনের বয়ে চলা। গল্পে-উপন্যাসে পাঠক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই ঘোর লাগা রহস্যের ভাষাকে এতকাল উপলব্ধ করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবার কলম ধরেছেন চরিত্রের মুখে নয় - নিজের জীবন প্রবাহ থেকে তুলে আনা কাঁচা ঘর, লাল সুরকির রাস্তা বেয়ে সারা জীবনের কোলাহল। এই বই বাংলা আত্মজৈবনিক লেখালেখির এক অনন্য সংযোজন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে এই প্রথম তারই জীবনপ্রবাহের খুদকুঁড়ো।
No comments:
Post a Comment